নিজস্ব প্রতিবেদক : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১৮:০২:৩৬
বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লিগে বরিশাল ফুটবল একাডেমি ও নাসরিন স্পোর্টস একাডেমি নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বরিশাল ফুটবল একাডেমি ৪-০ গোলে জামালপুর কাচারিপাড়া একাদশকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। বরিশালের হয়ে ইলা মনি ৯ মিনিটে, রেহানা আক্তার ৬২ মিনিটে, তাপসী ৬৭ মিনিটে ও তানিয়া ৮৬ মিনিটে গোল করেন।
এদিকে অপর ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমি ২-০ গোলে হারিয়েছে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি প্রথমার্ধ গোল শূণ্য ছিল। বিজয়ী দলের আরিন ৭৭ মিনিটে ও জান্নাত ৮৯ মিনিটে গোল করেন।
Rent for add