নিজস্ব প্রতিবেদক : ১৬ নভেম্বর ২০২২, বুধবার, ১৯:১৪:০৩
স্টুয়ার্টের হ্যাটট্রিকের উপর ভর করে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ বুধবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তারা ৩-০ গোলে বাফুফে এলিট একাডেমিকে পরাজিত করে। তিনটি গোলই করেছেন ডোমিনিকান রিপাবলিকের ফরোয়ার্ড স্টুয়ার্ট। তিনি ২১, ২৮ ও ৬৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন।
এদিকে মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল টিম ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। পুলিশের হয়ে কুমার রায় ৪ মিনিটে, বাবলু ১০ ও ১৬ মিনিটে এবং ফয়সাল ৮৮ মিনিটে গোল করেন। রহমতগঞ্জের হয়ে ৮৪ মিনিটে একটি গোল শোধ করেন আবদুল্লাহ।
Rent for add