নিজস্ব প্রতিবেদক : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ১৮:৩২:৫৬
আগামী বুধবার (৯ নভেম্বর) সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এ তথ্য জানিয়েছেন।
টুর্নামেন্টে সবকয়টি ম্যাচ জিতে অসাধারণ কৃতিত্ব দেখায় বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে, ৬-০ গোলে পাকিস্তানকে এবং ৩-০ গোলে ভারতকে পরাজিত করে। সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল।
Rent for add