বাফুফে বার্ষিক সাধারণ সভায় সালাউদ্দিনের অসন্তুষ্টি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা শেষে শনিবার গণমাধ্যমের কাছে জেলা লিগ নিয়ে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন অসন্তুষ্টি প্রকাশ করেছেন। জেলায় নিয়মিত লিগ না হওয়াকে তার পরিষদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাজী সালাউদ্দিন বলেন, ‘একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যে লিগ করি, আমাকে ফিফা কিন্তু বাধ্য করে না। তবুও আমি লিগ আয়োজন করি। কারণ, এটা আমার কাজ।জেলাগুলোয় যে সমস্যা হয়েছে, ওনারা লিগ করেন না। আমাদের দিকে চেয়ে থাকেন, আমরা কিভাবে সাহায্য করবো। এই সমস্যাটা আমি এখন সমাধান করতে পারছি না। কারণ, আপনার কাজ আমি করে দিতে পারবো না, আমার কাজ আপনি করে দিতে পারবেন না। আপনারা কাজ করুন, আমরা সাপোর্ট দেবো। তারা শুধু টাকা চায়। টাকা থাকলে তো দেবো, না থাকলে কোত্থেকে দেবো?’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে আরো বলেন, দুই একজন কাউন্সিলর বাফুফের কার্যক্রম নিয়ে প্রশ্নবোধক বক্তব্য দিলেও বেশিরভাগই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, এক মিনিটেই সবাই আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent