লিওয়ানদোস্কির জোড়া গোলে বার্সার জয়

রবার্ট লিওয়ানদোস্কির জোড়া গোলে বৃহস্পতিবার দাপুটে এক জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করা কাতালান ক্লাবটি বর্তমানে টেবিল টপার রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে।

গত রোববার এল ক্লাসিকোয় পরাজয় এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে আক্ষরিক অর্থে বাদ পড়া কাতালান কোচ জাভি হার্নান্দেজ ক্যাম্প ন্যুয়ে পয়েন্ট অর্জনের মাধ্যমে নিজেদের প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।

এই ম্যাচে জোড়া গোল করে ঘরোয়া লিগে সর্বমোট ১১ গোলের মালিক বনে গেছেন তালিকার শীর্ষে থাকা পোলিশ তারকা লওয়ানদোস্কি। কাতালান দলের হয়ে বাকী গোলটি করেছে আনসু ফাতি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজিত দলটিতে ৫টি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন জাভি।

বিশেষ করে সার্জিও বাসকুইটসকে বাদ দিয়ে দলের আক্রমণ ভাগের দায়িত্ব দেন ফ্রেঙ্কি ডি জংকে। দুর্দান্ত খেলে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ডি জং।

ম্যাচের শুরুতে ভিয়ারিয়ালের জমাট রক্ষণের সামনে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে শুরু করে বার্সেলোনা। তবে গোল খরা কাটাতে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিক দলকে।

ওই সময় গোল করে বার্সাকে এগিয়ে দেন লেওয়ানদোস্কি। জর্ডি আলবার যোগান থেকে বল পেয়ে পোলিশ তারকার কাছে চালান করে দেন পেড্রি। বলটি পেয়ে প্রতিপক্ষের রক্ষণকে নাজেহাল করে বল জাড়ে জড়ান পোলিশ ওই আন্তর্জাতিক তারকা।

চার মিনিট পর বক্সের মধ্যে বল পেয়ে লিওয়ানদোস্কি ফের লক্ষ্য ভেদ করলে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ৩ মিনিট পর আবারো গোলের দেখা পায় কাতালান জায়ান্টরা। ম্যাচের ৩৮ মিনিটে ফেরান টরেসের বানিয়ে দেয়া বল দিয়ে লক্ষ্য ভেদ করেন ফাতি। প্রথম দফায় গোলবারে লেগে বল ফিরে এলেও দ্বিতয়বার গোল লাইন পার হয়ে যায় বল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent