নারী ফুটবল লিগ ১৫ নভেম্বর শুরু

আগামী ১৫ নভেম্বর থেকে ১২টি দল নিয়ে নারী ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে। এর আগে ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগের অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূইঁয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাচারীপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, নাসরিন স্পোর্টস একাডেমি, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমি, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ ও উত্তরা ফুটবল ক্লাব।

বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ সভা শেষে বলেন, ‘এবার ১২টি দল লিগের জন্য এন্ট্রি করেছে। এই ১২ দল নিয়ে ডাবল লিগ ভিত্তিক খেলা শুরু হবে ১৫ নভেম্বর।’

এক প্রশ্নে মাহফুজা আক্তার কিরণ জানান, ‘একটি ক্লাব সর্বনিন্ম ২০ ও সর্বোচ্চ ৩০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। পাতানো খেলা ও রেফারিংয়ের বিষয়ে আমরা সতর্ক থাকবো। লিগের আগে রেফারিদের নিয়ে আমরা সভা করবো, যাতে যতটুকু সম্ভব নিরপেক্ষভাবে খেলা পরিচালনা সম্ভব হয়। আর পাতানো খেলার বিষয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেসব রীতি অনুসরণ করা হয় সেগুলোই ফলো করা হবে নারী লিগে। কোন পাতানো খেলা বরদাস্ত করা হবে না।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent