বাসস : ১ অক্টোবর ২০২২, শনিবার, ১৮:২১:৩৮
ফিফা দুর্নীতি কেলেঙ্কারিতে সহায়তার জন্য এল সালভাদরের ফুটবল ফেডারেশনের সাবেক প্রধানকে গতকাল ১৬ মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
৬৬ বছর বয়সি রেনাল্ডো ভাসকুয়েজকে গতবছর টেলিভিশন বিপননে ঘুষ কেলেঙ্কারীর সাথে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করার পর এই সাজা দেয়া হলো। ইউএস প্রসিকিউটররা বলেছেন যে ভাসকুয়েজ ও এল সালভাদরের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে বাছাইপর্বের ম্যাচের মিডিয়া স্বত্ব ও বিপনন চুক্তি বাবদ আনুমানিক ৩ লাখ ৫০হাজার মার্কিন ডলার নিয়েছেন।
মার্কিন এটর্নি ব্রায়ান পিয়েসে এই শাস্তির বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলেন,‘ আসামী ও তার এই ষড়ডন্ত্রে সহায়তাকারীরা লোভে পড়ে সুন্দর খেলা ফুটবলের বিনিময়ে ঘুষ বাবদ শতহাজার ডলার পকেটে পুরে এল সালভাদরের ফুটবল ফেডারেশন ও কমিনিটিকে অপমানিত করেছেন।
ভাসকুয়েজকে এখন থেকে অন্য দুর্নীতিবাজ ফুটবল কর্মকর্তাদের মতো জবাবদিহির আওতায় আনা হবে। যাদের বিরুদ্ধে সরকার তদন্ত পরিচালনা করছে। কারাবাসের পাশাপাশি আবেদন চুক্তির অংশ হিসেবে ভাসকুয়েজের ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলারও বাজেয়াপ্ত করা হবে।
Rent for add