বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১৯:৩৭:৪০
বাংলাদেশ ও স্বাগতিক নেপাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল সোয়া পাঁচটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে পরাজিত করে। এ ম্যাচে সাবিনা হ্যাটট্রিক করেন। এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। এছাড়া স্বপ্না, কৃষ্ণা, রিতু, মাসুরা ও তহুরা গোল করেন।
অপরদিকে দ্বিতীয় সেমিফাইনাল অবশ্য প্রথম সেমিফাইনালের মতো এক পেশে ছিল না। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর স্বাগতিক নেপাল ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে। জয়সূচক গোল করেন রেশমী।
Rent for add