বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১৯:২৮:১৬
বাংলাদেশ ও ভুটান আগামীকাল শুক্রবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় স্থানীয় সময় বেলা ১ টায় ম্যাচটি শুরু হবে। অপরদিকে বিকেল সাড়ে ৫ টায় স্বাগতিক নেপাল ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত একে অপরের মোকাবেলা করবে।
সাফ ফুটবলের ইতিহাসে এ নিয়ে বাংলাদেশ পঞ্চমবারের মতো সেমিফাইনালে খেলতে যাচ্ছে। তবে সেমি উতরে একবারই ফাইনালে খেলেছে। ২০১৬ সালে হয়েছে রানার্সআপ। তবে এবার ভিন্ন প্রেক্ষাপট। শিরোপায় চোখ সাবিনা-স্বপ্না-কৃষ্ণাদের।
অপরদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান প্রথমবারের মতো সাফ ফুটবলের সেমিফাইনাল খেলতে যাচ্ছে।
আর্মড পুলিশ ফোর্স মাঠে আজ বৃহস্পতিবার অনুশীলন শেষে অধিনায়ক সাবিনা বলেন, গ্রুপ পর্বে ভুটান নেপালের সঙ্গে হারলেও দারুণ খেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। সবশেষ সাফে ওদেরকে গোল দিতে কষ্ট করতে হয়েছে। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
ভুটানের অধিনায়ক পেমা চোডেন শেরিং বলেন, সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে তিন মাস ধরে আমরা অনুশীলনে আছি। নেপালে আসার পরও আমাদের অনুশীলন অব্যাহত ছিল। শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা ইতিহাস গড়েছি। সাফে এটি প্রথম জয়।
উল্লেখ্য চলমান সাফ ফুটবলে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে, পাকিস্তানকে ৬-০ গোলে এবং ভারতকে ৩-০ গোলে পরাজিত করে ‘এ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
অপরদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৪-০ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে দিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে স্বপ্নের সেমিফাইনালে উঠে আসে।
Rent for add