নিজস্ব প্রতিবেদক : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৬:০২:৩১
বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র কষ্টার্জিত জয় পেয়েছে। ৮ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর তারা ১-০ গোলে খিলগাঁও ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের সুজন ৩৬ মিনিটে জয়সূচক গোল করেন।
এদিকে বিক্রমপুর কিংস ও আরামবাগ ফুটবল একাডেমির মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। আরামবাগের মুত্তালিব ৩১ মিনিটে গোল করলে বিক্রমপুরের আসরিফুল ৬৯ মিনিটে গোল পরিশোধ করেন।
Rent for add