সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। সোমবার রাতে এক তরফার লড়াইয়ে তারা ৫-১ গোলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করেছে।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে লাল-সবুজের দল মাঠে বল গড়ানোর পর থেকে একচেটিয়ে আধিপত্য বিস্তার করে স্বাগতিক দলকে চাপে ফেলে দিয়ে একের পর এক আক্রমণ গড়ে শুরুতেই ম্যাচে লিড নিয়ে নেয়।

ম্যাচের ১১ মিনিট না যেতেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। ৬ মিনিটে রুবেল শেখ শেখের ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোর্শেদ আলী।

প্রথমার্ধে দু’গোলের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে লঙ্কার বিপক্ষে আরো চড়াও হয়ে খেলতে থাকে। তারই ধারাবাহিকতায় একাধিক গোলের উৎস তৈরি হয়। সেখান থেকে ৭৫ মিনিটে ফের মোর্শেদ আলীর গোলে আয়েসি জয়ের পথে হাঁটতে শুরু করে লাল-সবুজ পতাকাধারীরা।

তবে ৭৭ মিনিটে ইয়াসির শরফরাজ গোলে শ্রীলঙ্কা ব্যবধান কিছুটা কমিয়ে আনে বটে কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তারা শোচনীয়ভাবে পরাজয় হয়।

পরবর্তীতে ৭৯ মিনিটে সিরাজুল ইসলাম রানা এবং ৯০ মিনিটে মো. নাজিমউদ্দিনের গোলে দ্বীপ রাষ্ট্রটিকে বিধ্বস্থ করে বাংলাদেশ ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

বড় জয় নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ৭ সেপ্টেম্বর মালদ্বীপের সঙ্গে মোকাবেলা করবে।

এদিকে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারত সহজ জয় পেয়েছে। বেশ আয়েসিভাবেই তারা ৩-০ গোলে ভুটানকে পরাজিত করে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent