তুলসকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো পিএসজি

নেইমার ও কিলিয়ান এমবাপ্পের গোলে টুলুসকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার এ জয়ের মাধ্যমে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটিও অক্ষুন্ন রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নবাগত তুলসের বিপক্ষে ওই ম্যাচে একমুহূর্তের জন্যও শংকায় পড়তে হয়নি কোচ ক্রিস্টোফ গালটিয়ারের শিষ্যদের। এ জয়ে গোল ব্যবধানে লেন্স ও মার্শেইকে পেছনে ফেলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখে পিএসজি।

এ নিয়ে লিওনেল মেসি, নেইমার ও এমাপ্পেকে নিয়ে (এমএমএন) গঠিত আগ্রাসী আক্রমণভাগ নিয়ে চলতি মৌসুমে ১৮ গোল করেছে পিএসজি। খেলা শেষে গালটিয়ার বলেন, ‘আমরা তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’

ম্যাচের শুরুতে তুলসের গোলরক্ষক ম্যাক্সিম ডিউপ বুদ্ধিমত্তার সঙ্গে মেসি ও এমবাপ্পের দুটি আক্রমণ রুখে দিলে কিছুটা হতাশ হতে হয় পিএসজিকে। তবে ৩৭ মিনিটে মেসির থ্রো বল থেকে গোল করে সফরকারী দলকে এগিয়ে দেন নেইমার। মৌসুমে ব্রাজিলীয় তারকার গোলটি প্রথম দফায় অফসাইডের অজুহাতে আমলে নেননি রেফারি। পরে দীর্ঘক্ষন ধরে ভিএআর পর্যালোচনার মাধ্যমে স্বীকৃতি দেয়া হয় গোলটিকে।

বিরতির পর অবশ্য ফের লক্ষ্যভেদে খুব বেশী সময় নেয়নি পিএসজি। ৫০ মিনিটে মেসির যোগান থেকে এমবাপ্পের শট লক্ষ্যভেদ করে। ম্যাচের শেষ দিকে মেসি ও নেইমার বদলী দিয়ে মাঠ ছাড়লেও আরো একটি গোল পায় রাজধানীর ক্লাবটি। ইনজুরি টাইমে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন হুয়ান বার্নেট। বক্সের একপ্রান্ত থেকে বাঁ পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

লিগের আরেক ম্যাচে লেন্স ৫-২ গোলে লরিয়েন্টকে হারিয়ে পিএসজির সমান ১৩ পয়েন্ট অর্জন করেছে। তবে গোল ব্যবধানে মার্শেইকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থান পেয়েছে তারা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent