শুক্রবার লঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল শুক্রবার শ্রীলঙ্কা যাচ্ছে। অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক ইমরান খান বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা।

আগামী ৫-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই আসরে ছয়টি দেশ অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশ। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও ভুটান।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ৩১ আগস্ট বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে টিম লিডার মহিদুর রহমান মিরাজ, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, টিম ম্যানেজার মো. আতিকুর রহমান, বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর ও প্রধান প্রশিক্ষক পল স্মলি এবং দলের অধিনায়ক ইমরান খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: মোহাম্মদ আসিফ, মোহাম্মদ সোহানুর রহমান, ইসমাইল হোসেন মাহিন, পারভেজ আহমেদ, ইমরান খান (অধিনায়ক), আশিকুর রহমান, সিয়াম অমিত, রাতুল, সিরাজুল ইসলাম রানা, চন্দন রায়, নাজমুল হুদা ফয়সাল, স্বপন হোসেন, সজল ত্রিপুরা, সাইফুল ইসলাম, ইফতিয়ার হোসেন, স্যামুয়েল রাকসাম, মিঠু চৌধুরী, রুবেল শেখ, মুরসেদ আলী, মিরাজুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, সুমন সরেন ও মোলতাগিম আলম হিমেল।

কর্মকর্তা: মহিদুর রহমান মিরাজ (টিম লিডার), মোহাম্মদ আতিকুর রহমান (টিম ম্যানেজার), পল থমাস স্মালি (টেকনিক্যাল ডিরেক্টর/প্রধান কোচ), আবুল হোসেন (সহকারী কোচ), মেহেদী হাসান সিদ্দিকী (সহকারী কোচ), সাঈদ হাসান কানন (গোলরক্ষক কোচ) ), সাইদ হাসান (অনুবাদক/মিডিয়া অফিসার) এবং ইউসুফ আলী (ফিজিওথেরাপিস্ট)।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent