বাসস : ৩০ আগস্ট ২০২২, মঙ্গলবার, ২:১৯:৩১
তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি ও করিম বেনজেমার জোড়া গোলে ভর করে রোববার লা লিগায় নিজ নিজ ম্যাচে জয় লাভ করেছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব যথাক্রমে বার্সেলোনা ও টেবিল টপার রিয়াল মাদ্রিদ।
এই নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন লেভা। এদিন বার্সার হয়ে অভিষেক ঘটেছে জুলেস কুন্ডের। ম্যাচে ভায়াদোলিদের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করে কাতালান জায়ান্টরা।
এস্পানিয়ল সফরে গিয়ে ৮৮ মিনিট পর্যন্ত ধুকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ওই সময় পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল ক্লাব দুটি। ৮৮ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে ফের গোল করে জয়ের ব্যবধান আরো বাড়িয়ে দেন সদ্য উয়েফা বর্ষ সেরার পুরস্কার পাওয়া ফরাসি তারকা বেনজেমা। ফলে ৩-১ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লিগের শুরুটা শতভাগ সফলতার মধ্যেই রেখে দিল ইউরোপীয় চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে গোল ব্যবধানে রিয়াল বেটিসকে পেছনে রেখে তালিকার শীর্ষস্থানটিও দখলে রেখেছে তারা। আর ২ পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
খেলা শেষে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেন,‘আপনার দলে লিওয়ানদোস্কি থাকা মানে একটি আশীর্বাদ। সে একজন অসাধারণ খেলোয়াড়। একজন প্রকৃতিগত নেতা। তাকে আমাদের দলে পাওয়া মানে একটি আশীর্বাদ, এটি চমৎকার। সে একজন মডেল, জন্মগতভাবেই কাজের। সে দলের জন্য কাজ করে, কোচিং স্টাফদের সহযোগিতা করে। এক কথায় সে-ই ব্যবধান গড়ে দিচ্ছে।’
ক্যাম্প নুয়ে প্রথমবারের মতো দলে রেজিস্ট্রেশন করিয়ে ফরাসি ডিফেন্ডার কুন্ডেকে মাঠে নামান জাভি। গত মাসে ৫০ মিলিয়ন ইউরোতে সেভিয়া থেকে তাকে দলে ভেড়ানো হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ম্যাচের ২৪ মিনিটেই রাফিনহার ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করে বার্সেলানাকে এগিয়ে দেন লিওয়ানদোস্কি। ম্যাচের ৪৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন পেড্রি। বিরিতির পর ৬৫ মিনিটে ফের গোল করে ব্যবধান আরো বাড়িয়ে দেন পোলিশ সুপার স্টার লেভা। ইনজুরি টাইমে (৯০+২ মি.) রবার্তোর ভলি জালে আশ্রয় নিলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক কাতালানরা।
এদিকে এস্পানিওলে ১২ মিনিটে কর্নারের বল ভিনিসিয়াস জুনিয়রের স্লাইড শটে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের ৪৩ মিনিটে জসেলুর গোলে সমতা ফিরে পায় স্বাগতিক স্পানিওল।
বিরতির পর গোলের জন্য দুই পক্ষই প্রাণপণ লড়াই করেছে। কিন্তু বার বার ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত বেনজেমা শো’তে আরো একবার স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
Rent for add