কাসেমিরোর বিকল্প হতে চান কামভিনগা

কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাবার পর রিয়াল মাদ্রিদের মধ্যমাঠে একটি শূন্যতার অভাববোধ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এবারের মৌসুমে মূল একাদশে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সে অভাব পূরণ করতে চান এডুয়ার্ডো কামভিনগা।

গত গ্রীষ্মে লিগ ওয়ানের ক্লাব রেনে থেকে লস ব্লাঙ্কোসে যোগ দেন ১৯ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার কামভিনগা। কাতার বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে তিনি ২০ বছরে পা দিবেন। এবারের মৌসুমে ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা মৌসুম শুরুর দুটি ম্যাচেই তিনি মূল একাদশে খেলেছেন।

গত বছর অক্টোবরে আন্তর্জাতিক বিরতির আগে শেরিফ টিরাসপোল ও এস্পানিয়লের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুটি পরাজয়ের ম্যাচে প্রথমবারের মতো তিনি মূল একাদশে খেলেছিলেন। ওই সময়ই রিয়ালের ড্রেসিং রুমে তাকে নিয়ে ভূয়শী প্রশংসা শোনা গেছে, যদিও বয়স কম বলে তাকে শান্ত থাকার শিক্ষা নেবার কথা বলা হয়েছিল। গত ৬ মার্চ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছিলেন কামভিনগা। এর পরপরই অবশ্য তাকে দলের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন রিয়াল বস কার্লো আনচেলত্তি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিদায়ক্ষণ থেকে ফিরে আসার পিছনে কামভিনগার অবদান ছিল। পিএসজির বিপক্ষে ৫৭ মিনিটে ও চেলসির বিপক্ষে ৭৩ মিনিটে বদলী বেঞ্চ থেকে তাকে মাঠে নামিয়েছিলেন আনচেলত্তি। ম্যাচ দুটিতেই পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ফিরে এসেছিল রিয়াল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াদ মাহারেজের গোলের দুই মিনিট পর মাঠে নেমে কামভিনগা রিয়ালকে আরো একটি দারুণ ম্যাচ উপহার দিয়েছিলেন।

আগামী সোমবার লা লিগার এবারের মৌসুমের তৃতীয় ম্যাচে এস্পানিয়লের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামবে রিয়াল। এই মাঠেই রিয়াল গত মৌসুমে বেশ বিপদে পড়েছিল। ম্যাচটির জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত হিসেবে দাবী করেছেন ১৯ বছর বয়সী কামভিনগা। টানা তৃতীয় ম্যাচে মূল একাদশে নেমে নিজেকে প্রমাণের আরো একটি সুযোগ এখন তার সামনে। মধ্যমাঠে প্রায় সব জায়গায় খেলার পর একটি বিষয় অন্তত নিশ্চিত হয়েছে ইনসাইড লেফট মিডফিল্ডে খেলতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent