রেফারিজ কমিটির সভায় পাঁচ সিদ্ধান্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির এক সভা ২৪ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি।

সভায় রেফারিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পর সময়োপযোগী সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তসমূহ:

১. ফিফা রেফারি/সহকারী রেফারি অন্তর্ভুক্তি পরীক্ষা ২০২৩ এর ভেন্যু হিসেবে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামকে চূড়ান্ত করা হয়।

২. ফিফা রেফারি/সহকারী রেফারি অন্তর্ভুক্ত পরীক্ষা ২০২৩ এর ফিটনেস টেস্ট শুধুমাত্র ১ (এক) বার গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

৩. চলমান বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ ফুটবল লিগ ২০২১-২২ ও বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২১-২২ পরিচালনাকারী ম্যাচ অফিসিয়ালগণের বর্ধিত সম্মানীর বিষয়ে অনুমোদন প্রদান করা হয়।

৪. নতুন রেফারি প্রশিক্ষণ কোর্সে ফিটনেস টেস্ট গ্রহণের পরিবর্তে ফিটনেস চেক গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

৫. নারী ফুটবল লিগ ২০২১-২২ শুরু পূর্বে নারী রেফারিগণের জন্য রিফ্রেশার্স কোর্স আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent