মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেলো চেলসি

মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেলো প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসি। লিডসের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে তারা। আরেক ম্যাচে ব্রাইটনের কাছে ২-০ গোলে হেরে গেছে ওয়েস্টহ্যাম। এছাড়া নিউক্যাসলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

অ্যালান্ড রোডে রোববার এডুয়ার্ড মেন্ডির ভুলের কারণে এমন একটি পরাজয় মেনে নিতে হয়েছে চেলসিকে। ব্যকপাসের বল ওই গোলরক্ষক লুফে নিতে দেরী করার সুযোগে ব্রেন্ডেন অ্যারনসন সেটি কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন। বিরতিতে যাবার আগেই ফের গোল করে লিডসকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন রড্রিগো। চলতি মৌসুমে এটি ছিল তার চতুর্থ গোল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্যাক হ্যারিসন আরেকটি গোল করলে ২০০২ সালের পর চেলসির বিপক্ষে প্রথম জয় নিশ্চিত করে লিডস। ১৯৯৫ সালের পর পুরনো শত্রুদের বিপক্ষে এটি ছিল তাদের সবচেয়ে বড় জয়।

সেনেগালি ডিফেন্ডার কালিদু কুলিবালি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর চেলসির দুর্দশা আরো বেড়ে যায়। ৮৪ মিনিটে জো গেলহার্টকে আটকে রাখার কারণে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

খেলা শেষে চেলসি কোচ থমাস টাচেল বলেন,‘সবকিছুই কেমন যেন ভুলের মধ্যেই গেছে। যেটি শুরু হয় আগের দিন। এখানে আসার জন্য আমরা বিমান পাইনি। খেলোয়াড়রা অবশ্য বিমানে করে আসতে পারতো। কিন্তু কোচিং স্টাফদের জন্য তারা বাসে করে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আজও সেটি অব্যহত ছিল। প্রথম ২০ মিনিটেই আমরা ম্যাচটি হাতছাড়া করেছি। এটি এমন এক সময় ঘটেছে যখন আমরা সুস্পষ্ট ভাবে অপেক্ষাকৃত ভালো খেলছিলাম এবং প্রচুর সুযোগ সৃস্টি করেছি।’

এদিকে টানা তিন ম্যাচে অপরাজিত থাকায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সমান ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে গেছে লিডস। নিউক্যাসলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওরার শিষ্যরা। গত মৌসুমের মতো অবনমনের শংকা এড়াতে শুরু থেকে লড়াকু মেজাজে খেলে সফল হয়েছেন কোচ জেসি মার্শ।

অপরদিকে অপ্রত্যাশিত এই ফলাফলে অস্তিত্ব খুঁজে বেড়াতে হচ্ছে চেলসিকে। কারণ উত্তর লন্ডনের অপেক্ষাকৃত কম শক্তির প্রতিবেশী ক্লাব ফুলহ্যাম ও ব্রেন্টফোর্ডের চেয়েও পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে তারা।

ম্যাচের প্রথম ৬০ সেকেন্ডের মধ্যেই চেলসিকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন রাহিম স্টার্লিং। কিন্তু ১২ গজ দূর থেকে চলন্ত বলে তার নেয়া শটটি বাঁক নিয়ে পোস্টের বাইরে চলে যায়। ম্যাচের ৩৩ মিনিটে মেন্ডির বদান্যতায় এগিয়ে যায় লিডস। এ সময় থিয়াগো সিলভার ব্যাকপাসের বল নিয়ন্ত্রনে নিতে চেলসির ওই গোলরক্ষক এতটা বেশি সময় নিয়েছেন যে, ওই সুযোগে অ্যারনসন বলটি চুরি করে নিয়ে যায় এবং ফাঁকা জালে জড়িয়ে দেন। মাকিন ওয়েঙ্গারের এটি ছির লিডসে আসার পর প্রথম গোল। রেডবুলস সালজবার্গ থেকে দলবদলের সময় লিডসে যোগ দিয়েছেন তিনি।

চার মিনিট পর হ্যারিসনের কর্নার থেকে নেয়া ক্রসের বল দর্শনীয় হেডে চেলসির জালে জড়ান রড্রিগো। ম্যাচের ৬৯ মিনিটে ড্যানিয়েল হামেসের ক্রসের বল পোস্টের বেশ কাছে থেকেই জালে জড়িয়ে লিডসের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন হ্যারিসন।

এদিকে লন্ডন স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় ব্রাইটন। ম্যাচের ২২ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পেনাল্টি গোলে এগিয়ে যায় সফরকারী দল। ৬৬ মিনিটে ব্রাইটনের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিয়েন্দ্রো ট্রসার্ড।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent