প্রথম বিভাগে বাড্ডা ও মহাখালীর জয়

বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ ফুটবল লিগে বাড্ডা জাগরণী সংসদ ও মহাখালী একাদশ নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

২২ আগস্ট কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাড্ডা জাগরণী সংসদ ২-০ গোলে বাংলাদেশ বয়েজ ক্লাবকে পরাজিত করে। জয়ী দলের আজিজুর ৪২ মিনিটে ও ৯০+৩ মিনিটে গোল করেন।

এদিকে মহাখালী একাদশ ১-০ গোলে হারিয়েছে নবাবপুর ক্রীড়া চক্রকে। খলিলুর ৮৩ মিনিটে জয়সূচক গোল করেন।

অপরদিকে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ও কসাইটুলি সমাজ কল্যাণ পরিষদের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। কসাইটুলির ইলিয়াস ৩৪ মিনিটে এবং সাধারণ বীমার মনসুর ৫৮ মিনিটে গোল করেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent