নিজস্ব প্রতিবেদক : ২০ আগস্ট ২০২২, শনিবার, ১:২১:৪৩
বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড (যুবদল) ও কদমতলা সংসদ জয় পেয়েছে।
১৯ আগস্ট সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড (যুবদল)২-১ গোলে আলমগীর সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদকে পরাজিত করে। বিজয়ী দলের নুর আলম ৯ মিনিটে এবং মাহমুদুল ৫৫ মিনিটে গোল করেন। বিজিত দলের সাইদুর ৫২ মিনিটে একটি গোল পরিশোধ করেন।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে কদমতলা সংসদ ২-০ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী জটিকা সংসদকে। জয়ী দলের হয়ে আমিরুল ৬৪ মিনিটে এবং আতিকুর ৭২ মিনিটে গোল করেন।
Rent for add