ড্র দিয়ে বার্সার নতুন মৌসুম শুরু

রায়ো ভায়োকানোর সাথে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। পয়েন্ট হারানোর পাশাপাশি অধিনায়ক সার্জিও বাসকুয়েটের লাল কার্ড কাতালান জায়ান্টদের জন্য দুঃশ্চিন্তা বয়ে এনেছে।

রায়োর পোস্টে বার্সেলোনা ২১টি শট নিলেও সবকটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ক্যাম্প ন্যুতে ম্যাচের বেশিরভাগ পজিশনই বার্সার দখলে থাকলেও পুরো ৯০ মিনিট তারা ডেডলক ভাঙ্গতে পারেনি।

অথচ নতুন মৌসুমকে সামনে রেখে বার্সা বস জাভি দলে ভিড়িয়েছেন ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন, উইঙ্গার রাফিনহা ও স্ট্রাইকার রবার্ট লিওয়ানোদস্কির মতো তারকা খেলোয়াড়দের।

বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেছেন, ‘আমরা জিততে পারতাম, কিন্তু এখন আমাদের নিজেদের ভুলগুলো শুধরে উঠতে হবে। আগামী সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি নিয়ে এখন থেকেই ভাবতে হবে। সঠিক উপায়ে আমরা মৌসুমটা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু একইসাথে আমরা জানতাম গত বছর রায়ো আমাদের অনেক সমস্যায় ফেলেছিল। আজকেও রক্ষণভাগে তারা অসাধারণ খেলেছে।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent