নিরাপত্তার কারণে জুভেন্টাস-অ্যাথলেটিকো ম্যাচ বাতিল


নিরাপত্তার কারণে ইসরাইলে জুভেন্টাস বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার মৌসুম পূর্ব প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে স্প্যানিশ ও ইতালীয় জায়ান্ট ক্লাব দুটির এই ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ায় সফরটি বাতিল করতে বাধ্য হয় ক্লাব দুটি।

এক বিজ্ঞপ্তিতে জুভেন্টাস জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে অ্যাথলেটিকো মাদ্রিদ ও জুভেন্টাসের পূর্বনির্ধারিত তেল আবিবের সফরসূচি বাতিল করা হয়েছে।’ জুভেন্টাস জানায় তেল আবিরের পরিবর্তে ম্যাচটি এখন ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্র কন্টিনাসায় অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ আগস্ট সাসৌলোর বিপক্ষে হোম ম্যাচ দিয়ে সিরি এ লিগ মিশন শুরু করবে জুভেন্টাস। একই দিন গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু করবে দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent