নারী সাফে বাংলাদেশ-ভারত একই গ্রুপে

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপিং।

সেখানে ‘এ’ গ্রুপে ভারত ও বাংলাদেশের সঙ্গে পড়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ‘বি’ গ্রুপের ৩ দল নেপাল, শ্রীলংকা ও ভুটান।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ লটারির মাধ্যমে গ্রুপিংয়ের দলগুলো নির্ধারণ করেছেন।

স্বাগতিক নেপাল ও এই সাত দেশের মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতকে এক নম্বর পটে রেখে লটারির মাধ্যমে দুই গ্রুপে ভাগ করা হয়।

বাংলাদেশের গ্রুপে চারটি দল পড়াটাকে ভালোই মনে করছেন জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘গ্রুপে চার দল পড়ায় মেয়েরা একটা ম্যাচ বেশি খেলার সুযোগ পাবে, এটা ভালো দিক।’

একই গ্রুপে ভারত পড়া নিয়ে ছোটনের বক্তব্য, ‘সিনিয়র সাফে সব দলই শক্তিশালী ও অভিজ্ঞ। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে যেকোনো দলকে হারাতে হবে। তাই গ্রুপে কোন দল পড়লো সেটা বড় কোনো বিষয় নয়।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent