নিজস্ব প্রতিবেদক : ১৮ জুলাই ২০২২, সোমবার, ১৯:৪৬:৪৭
নেপালে নারী সাফ চ্যাম্পিয়শিপ শুরু হওয়ার কথা ছিল ১২ আগস্ট। কিন্তু নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি হওয়ায় তারা কিছুদিন সময় চেয়েছিল। গত সাফের কংগ্রেসের সময় টুর্নামেন্ট শুরুর নতুন দিন নির্ধারণ করা হয়েছিল ২৯ আগস্ট। কিন্তু ওই সময়ও হচ্ছে না নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ। নতুন তারিখ ঠিক হয়েছে ৬ থেকে ১৯ সেপ্টেম্বর।
এবার অবশ্য সাফ পেছানোর কারণ ভারতের অনুরোধ। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবে ভারতের গোকুলাম কেরালা ক্লাব। খেলা হবে ২০ থেকে ২৬ আগস্ট উজবেকিস্তানে। ওই ক্লাবের ১২ জন মেয়ে আছে যারা খেলেন ভারত জাতীয় দলে। ক্লাব কাপ খেলে ভারতের মেয়েরা ফিরবে ২৯ আগস্ট। তাই ওই সময় খেলতে পারবে না বলে চিঠি দিয়েছে ভারত। এএফসির খেলা, আমাদের ছাড় দিতেই হবে।’
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলংকা। এতদিন পাকিস্তান ফিফার নিষেধাজ্ঞায় ছিল বলে তাদের খেলার কথা ছিল না। কিছুদিন আগে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে পাকিস্তান।
Rent for add