নিজস্ব প্রতিবেদক : ১৮ জুলাই ২০২২, সোমবার, ১৮:২৯:০৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সোমবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের ২০ তম ম্যাচে বসুন্ধরা কিংস ২-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে কিংস।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল কিংস। প্রথমার্ধে গোল করেছিলেন মতিন মিয়া। ৮১ মিনিটে বদলি খেলোয়াড় বিপলু আহমেদ গোল করলে সহজ জয় নিশ্চিত হয় কিংসের। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে কিংস।
২০ ম্যাচে এটি কিংসের ১৬ তম জয়। তারা এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে। লিগ শুরুর ম্যাচে কিংস অঘটনের শিকার হয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে। তারপর আর পেছনে ফিরে তাকায়নি কিংস।
জিতলে চ্যাম্পিয়ন-শিরোপা জয় উদযাপনের প্রস্তুতি নিয়েই মুন্সিগঞ্জ গিয়েছিল তারা। শেষ পর্যন্ত প্রস্তুতি বিফলে যায়নি। মুন্সিগঞ্জ থেকে শিরোপা নিশ্চিত করেই ঘরে ফিরছে তারা। কিংসের শেষ দুই ম্যাচ আবাহনী ও শেখ জামালের বিপক্ষে।
Rent for add