নিজস্ব প্রতিবেদক : ২১ জুন ২০২২, মঙ্গলবার, ২১:৩২:১২
পুলিশের বিপক্ষে ম্যাচ জিতে বিরতিতে গিয়েছিল বসুন্ধরা কিংস। ওই বিরতিতে তারা ভারতের কলকাতা গিয়ে খেলে এসেছে এএফসি কাপের ম্যাচ। ৩৮ দিনের লিগ বিরতি শেষে মঙ্গলবার আবার মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফেরার দিন প্রতিপক্ষকে সহজে হারিয়ে জয়ের তরীতেই রয়েছে চ্যাম্পিয়নরা।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টডিয়ামে প্রথমার্ধের করা দুই গোলে বসুন্ধরা কিংস ২-০ ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জকে। ম্যাচটি হওয়ার কথা ছিল রহমতগঞ্জের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে। সেখানে বন্যার কারণে ম্যাচটি সরিয়ে আনা হয়েছিল মুন্সিগঞ্জে।
১৬ নম্বর ম্যাচের জয়টি লিগে বসুন্ধরা কিংসের ১৩ তম। এই জয়টি তাদের এসেছে দুই ব্রাজিলিয়ানের গোলে। ৩৬ মিনিটে মিগুয়েল ফিগুয়েইরার গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজনের শিষ্যরা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান রবসন। শেষ পর্যন্ত ওই দুই গোল ধরে রেখেই সহজ জয় নিয়ে মাঠে ছেড়েছে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা।
১৬ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলে নিজের অবস্থান আরো মজবুত করলো বসুন্ধরা কিংস। এই জয়ে তারা আরো ব্যবধান বাড়ালো পেছনে থাকা আবাহনীর সঙ্গে। দুই দলের পয়েন্টের পার্থক্য এখন ৯। কিংস হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের দিকেই এগিয়ে যাচ্ছে।
Rent for add