নিজস্ব প্রতিবেদক : ১৭ জুন ২০২২, শুক্রবার, ১৮:৪৭:৪২
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও পানি ঢুকে পড়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে পানি না ঢুকলেও টানা বৃষ্টিতে মাঠের অবস্থা বেশ খারাপ। এমতাবস্থায় সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়া নারী ফুটবল দলের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ দুটি আয়োজন অসম্ভব হয়ে পড়েছে।
মাঠের যে অবস্থা, তাতে খেলা আয়োজন সম্ভব নয়। ঘাসের নিচে পানি। এখানে ২০ জুন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা এবং ২৩ ও ২৬ জুন মেয়েদের খেলা হওয়ার কোনো সুযোগ নেই। সিলেট শহরে অনুশীলনের কোনো মাঠও শুকনো নেই। এমনকি যে হোটেলে দল থাকবে, সেখানেও পানি উঠে গেছে।
সবকিছু বিবেচনা করে শুক্রবার বাফুফে চূড়ান্ত নিয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে সাবিনাদের ম্যাচ দুটি ২৩ ও ২৬ জুন হবে ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
Rent for add