নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০২২, বুধবার, ৪:৩০:০৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় স্কুল ফুটবল কমিটির ব্যবস্থাপনায় আগামী ১২ মে থেকে পর্যায়ক্রমে দেশের ৮টি আঞ্চলিক ভেন্যুতে ৫১টি দলের অংশগ্রহণে ‘বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ শুরু হচ্ছে। এ উপলক্ষে ১০ মে বাফুফে ভবনে বিস্তারিত তথ্যাদি অবহিতকরণ করেন জাতীয় স্কুল ফুটবল কমিটির কর্মকর্তারা।
বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাফুফে সদস্য ও জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং ফিফা ফিনান্সিয়াল কনসালটেন্ট মো. রফিকুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান এজাজ মো. জাহাঙ্গীর, সদস্য মো. নজরুল ইসলাম, আবুল বাশার চৌধুরী, মো. এনামুল হক এনাম, আক্তার হোসেন, মো. জহিরুল হক সুমন, হেলাল উদ্দিন হেলু ও বদরুল আলম পুটু।
Rent for add