বাসস : ২৭ এপ্রিল ২০২২, বুধবার, ৫:২৩:৩৩
মৌসুম শেষে চুক্তি শেষ হয়ে গেলে ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন চেলসির জার্মান ডিফেন্ডার এন্টোনিও রুডিগার। এমন তথ্য নিশ্চিত করেছেন ব্লুজ কোচ থমাস টাচেল।
যদিও এই সেন্টার-ব্যাককে ধরে রাখতে বেশ চেষ্টা চালিয়েছিলেন টাচেল। কিন্তু তার আগেই পাঁচ বছরের সম্পর্ক শেষ করে অন্যত্র পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রুডিগার। ইউক্রেনের সামরিক আগ্রাসনের কারণে ব্রিটিশ সরকার চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারী করার পরপরই রুডিগারের সাথে চুক্তি সংক্রান্ত বেশ কিছু বিষয়ে মতবিরোধ দেখা দেয়।
সে কারণেই চেলসি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রুডিগার। নিষেধাজ্ঞাগুলোর মধ্যে অন্যতম হলো ক্লাবের থাকা বর্তমান খেলোয়াড়দের সাথে নতুন কোন চুক্তি করতে পারবে না চেলসি।
এই নিষেধাজ্ঞার আগে অবশ্য রুডিগারের সাথে নতুন চুক্তির প্রস্তাব প্রায় চূড়ান্ত করে ফেলেছিল চেলসি। যদিও চুক্তির অর্থ সংক্রান্ত জটিলতায় তা আলোর মুখ দেখেনি।
২৯ বছর বয়সী রুডিগার ২০১৭ সালে রোমা থেকে পশ্চিম লন্ডনের দলটিতে যোগ দিয়েছিলেন। চেলসি ছাড়ার পর আকর্ষণীয় চুক্তিতে তাকে দলে নিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো বড় ক্লাবগুলো- ট্রান্সফার মার্কেটে এমন গুঞ্জনই রয়েছে।
টাচেল স্বীকার করেছেন রুডিগারের বিদায় তার দলের জন্য অনেক বড় একটি ক্ষতি। চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ে অবদানের কথা স্বীকার করে রুডিগারকে ধন্যবাদ জানিয়েছেন টাচেল। এ সম্পর্কে চেলসি বস বলেন, ‘সে আমাদের দলের মূল খেলোয়াড়। যদিও এই মৌসুমের পর তাকে আমরা আর দলে পাচ্ছিনা। বিষয়টি খুবই হতাশার। আমরা তাকে অনেক বেশি মিস করবো।
Rent for add