নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২২, রবিবার, ২০:৫৫:২৬
বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মতো সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে জেতালেন নতুন বিদেশিরা। রোববার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।
প্রথমার্ধে করা দুই নতুন বিদেশির গোলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে শেখ জামাল। দ্বিতীয় পর্বেও প্রথম এই ম্যাচে জামালের ডাগআউটে ছিল আবার দায়িত্ব ফিরে নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি। নতুনদের ছোঁয়ায় পূর্ণ পয়েন্ট পেলো জামাল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে শেখ জামালকে এগিয়ে দেন নতুন নাইজেরিয়ান রিক্রুট চিজুক আলেয়েকু। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক নাইজেরিয়ান মুসা নাজেয়েরে।
১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেখ জামাল। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। অন্যদিকে উত্তর বারিধারা ক্লাবে ১২ ম্যাচে এটি অষ্টম হার। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে দলটি।
Rent for add