নতুন ব্রাজিলিয়ানের জোড়া গোলে ফিরতি পর্বে শুভ সূচনা কিংসের

 

স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ফিরতি ম্যাচে একটু সতর্কই ছিল বসুন্ধরা কিংস। এই পঁচা শামুকেই তো প্রথম পর্বে পা কেটেছিল সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কিংসকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা ক্রীড়া সংঘ দ্বিতীয় পর্বে আর পেরে উঠেনি চ্যাম্পিয়নদের সঙ্গে। পেরে ওঠার কথাও নয়। কিংস যে আরো শক্তিশালী হয়ে শুরু করেছে দ্বিতীয় পর্ব।

রোববার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এক অর্ধেই কিংস বুঝিয়ে দিয়েছে তারা আর ভুল করছে না। ২-০ গোলের জয় দিয়ে নবাগত দলের কাছ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে থাকা দলটি।

স্বাধীনত ক্রীড়া সংঘের কৃতিত্ব এতটুকুই দ্বিতীয়ার্ধে তারা নিজেদের পোস্ট অক্ষত রাখতে পেরেছিল। প্রথমার্ধে হজম করা দুই গোলেই তারা ম্যাচটি শেষ করতে পেরেছে।

বসুন্ধরা কিংসে যে দুইজন বিদেশিকে দিয়ে দ্বিতীয় পর্বে দলের শক্তি বাড়িয়েছে তাদের একজন ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েইরা। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার প্রথম ম্যাচেই হাসি ফুটিয়েছেন কিংসের কোচ-কর্মকর্তাদের। ২ গোলের দুটিই করেছেন নতুন এই ব্রাজিলিয়ান-বাংলাদেশের মাটিতে অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি।

প্রথম পর্বে আবাহনীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে থাকা বসুন্ধরা কিংস দ্বিতীয় পর্বের শুরুটা জয়ে করায় নিজেদের নিয়ে গেলো আরো উপরে। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তারা লিড করছে পয়েন্ট টেবিল। তাদের পেছনে এখন ২৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent