নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২২, রবিবার, ১৬:২১:২০
অবশেষে ১৭ বছর পর স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট কোপা দেল রে রিয়াল বেটিস চ্যাম্পিয়ন হয়েছে।
সেভিয়ার লা কারতুজা স্টেডিয়ামে শনিবার রাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলাটি অবশ্য ১-১ গোলে ড্র ছিল।
উল্লেখ্য ১৯৭৭ ও ২০০৫ এর পর এবার কোপা দেল রে শিরোপা জিতলো বেটিস। ২০০৫ সালের পর এবারই প্রথম কোনো মেজর শিরোপা উঠলো তাদের ঘরে। গত দশ বছরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বাইরে মাত্র দ্বিতীয় দল হিসেবে কোপা দেল রে জিতলো তারা।
Rent for add