বোমা হামলার হুমকিতে ম্যানইউ অধিনায়ক

বোমা হামলার হুমকি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা হ্যারি ম্যাগুইরে। বৃহস্পতিবার তার বাসাটি তল্লাশী করেছে পুলিশ।

ইংল্যান্ডের এই ডিফেন্ডার তার বাগদত্তা ও দুই সন্তান নিয়ে বসবাস করেন। ক্লাব ও দেশের হয়ে ফুটবল মাঠে বাজে সময় কাটানো এই তারকার হুমকি দাতাকে শনাক্ত করা যায়নি।

২৯ বছর বয়সী এই ফুটবল তারকার বাড়িটির নিরাপত্তা দিচ্ছে স্থানীয় পুলিশ। ম্যাগুইরের একজন মুখপাত্র বলেছেন,‘২৪ ঘন্টার মধ্যে বাড়িতে হামলার গুরুতর হুমকি পেয়েছেন ম্যাগুইরে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন, যার ভিত্তিতে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। হ্যারির কাছে অবশ্যই অগ্রাধিকার তার পরিবারের নিরাপত্তার।

অবশ্য ক্লাবের পরবর্তী ম্যাচে অংশ নেয়ার জন্য স্বাভাবিক নিয়মেই প্রস্তুত হচ্ছেন তিনি। এ বিষয়ে আপাতত তিনি আর কিছু জানাননি।’

এদিকে পুলিশ জানায়, ‘২০ এপ্রিল বুধবার উইলমসলো এলাকার একটি ঠিকানায় বোমা হামলার হুমকির রিপোর্টের ভিত্তিতে সেখানে গিয়েছে পুলিশ। তবে সেখান থেকে কাউকে সরিয়ে নেয়া হয়নি। সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার বিকেলে সেখানে পুলিশ বিস্ফোরক কুকুর পাঠিয়ে বাগান ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent