বাসস : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার, ২২:৩০:১৩
ইউরোপা লিগ থেকে ছিটকে গেল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বার্সেলোনা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের কাছে পরাজিত হয়েছে কাতালান জায়ান্টরা।
ক্যাম্প ন্যুয়ে ৩-২ গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা। ফ্রাঙ্কফুর্টের হয়ে দুই অর্ধে দুই গোল করেন সার্বিয় আন্তর্জাতিক ফিলিপ কস্টিক। দলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফায়েল স্যান্তোষ বোরে।
ম্যাচের শেষভাগে ঘুরে দাঁড়ানোর চেস্টা করলেও শেষ পর্যন্ত মাত্র দুটি গোল পরিশোধ করতে পেরেছে বার্সা। ফলে দুই লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে স্থান করে নেয় ফ্রাঙ্কফুর্ট।
ইনজুরি সময়ের (৯০+১ মি.) শুরুতে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি পরিশোধ করেন সার্জিও বাসকুইটস। ইনজুরি টাইমের একেবারে শেষ সময়ে (৯০+১১ মি.) পেনাল্টি থেকে স্বাগতিকদের হয়ে আরেকটি গোল পরিশোধ করেন মেমফিস ডিপে। ম্যাচটি উপভোগ করতে জার্মানি থেকে আনুমানিক ৩০ হাজার সমর্থক বার্সেলোনা সফরে গিয়েছিল। শেষ পর্যন্ত তাদের ওই সফর স্বার্থক হয়েছে।
এই নিয়ে চার মৌসুমে দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রাঙ্কফুর্ট। ২০১৯ সালে অবশ্য এই পর্যায়ে এসে চেলসির কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল জার্মান ক্লাবটি।
খেলা শেষে ফ্রাঙ্কফুর্টের গোল রক্ষক কেভিন ট্র্যাপ বলেন,‘আমি বাকরুদ্ধ হয়ে গেছি। সত্যিকারার্থে কেউ এমনটা আশা করেনি। সবাই ধারণা করেছিল আমাদের ধুকতে হবে।’
সম্প্রতি জাভি হার্নান্দেজের তত্বাবধানে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে শুরু করেছির বার্সেলোনা। তবে এই পরাজয়ের অর্থ হচ্ছে পুরো মৌসুম জুড়ে তারা ইউরোপীয় আসরে নিজেদের মাঠে একটি মাত্র জয়ের দেখা পেয়েছে। একই সঙ্গে শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে ক্লাবটি।
বার্সা কোচ জাভি বলেন, ‘এটি আমাদের জন্য বিশাল এক বিপর্যয়। তারা যোগ্য দল হিসেবেই পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।’
গতকাল ম্যাচের চতুর্থ মিনিটের মধ্যেই পেনাল্টির গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরিক গার্সিয়ার ফাউলের বলটি পেনাল্টি থেকে জালে জড়ান কস্টিক। এতেই উদ্বেলিত হয়ে উঠে সফরকারী দর্শকরা। ম্যাচের ৩৬ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। পোস্টের বেশ কাছ থেকে দারুন শটে লক্ষ্যভেদ করেন ক্লাবটির কলম্বিয় তারকা বোরে। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে নিচু শটে কস্টিক ফের গোল করলে ৩-০ ব্যবধানে লিড পেয়ে যায় সফরকারী ফ্রাঙ্কফুর্ট।
ইনজুরি টাইমের প্রথম মিনিটে আনুমানিক ২০ মিটার দূর থেকে অসাধারণ শটে একটি গোল পরিশোধ করার আগে ম্যাচের শেষ দিকে বাসকুইটসের একটি গোল অফসাইডের কারণে বাতিল করেন কর্তব্যরত রেফারি। ম্যাচের অতিরিক্ত সময় বাবদ যোগ করা ১১ মিনিটের সময় পেনাল্টি থেকে বার্সার হয়ে আরেকটি গোল পরিশোধ করেন ডিপে।
এদিকে ১৯৬০ সালে ইউরোপীয় কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হবার পর স্প্যানিশ কোন ক্লাবের কাছে আর পরাজিত হতে হয়নি ফ্রাঙ্কফুর্টকে। গতকালও সেই ধারা ধরে রাখতে সক্ষম হয়েছে জার্মান ক্লাবটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড।
Rent for add