বাসস : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ২৩:৫৭:২৫
গাড়ি দুর্ঘটনায় ৫৫ বছর বয়সে মারা গেলেন কলম্বিয়ার মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক ফ্রেডি রিংকন।
ক্যালি শহরে একটি বাসের সাথে ধাক্কায় চালকের আসনে ছিলেন গাড়িতেই রিংকন। গুরুতর আঘাত পেয়ে তিনি সাথে সাথেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ইমবানাকো ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারও করেন রিংকনের। কিন্তু সব চেষ্টা বৃথা গেল। ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর লরেনো কুইন্তেরো বলেন, ‘আমাদের টিমের সব প্রচেষ্টা সত্ত্বেও মারা গেলেন রিংকন।’
উল্লেখ্য ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশের হয়ে ৮৪ ম্যাচে ১৭ গোল করেন রিংকন। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের তিনটি বিশ্বকাপ খেলেন তিনি।
Rent for add