নিজস্ব প্রতিবেদক : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার, ২০:১৩:১৭
দ্বিতীয় মিনিটেই গোল। এর চেয়ে ভালো সূচনা কী হতে পারে। দারুণ এই শুরুর পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
শুক্রবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও চট্টগ্রাম আবাহনী মাঠ ছেড়েছে ২-১ গোলে জিতে।
মরক্কোর আদিলের পাশ থেকে আল আমিন গোল করে পুলিশকে যখন এগিয়ে দেন তখন ম্যাচের বয়স দুই মিনিট। শুরুতে গোল খেয়ে হতভম্ব মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফেরে ৮৪ মিনিটে।
অনেক কষ্টে একটি গোল দিয়ে সমতা আনা চট্টলার দলটি নাটকীয়ভাবে ম্যাচ জিতেও যায়। নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগডের গোলে সমতা আনার দুই মিনিট পর জয়সূচক গোল করেন আরেক নাইজেরিয়ান ইসা এনিফসে।
১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চট্টগ্রাম আবাহনী। হেরে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে পুলিশ ফুটবল ক্লাব।
Rent for add