বাসস : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ১:০৩:২৪
সাদিও মানে, ইব্রাহিম কোনাটে ও লুইস দিয়াজের গোলে বেনফিকাকে লিসবনের মাঠে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পথ অনেকটাই প্রশস্ত করে তুলেছেন লিভারপুল।
এস্তাদিও ডা লুজে কর্ণার থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন কোনাটে। প্রথমার্ধের মাঝামাঝিতে মানের গোলের লিভারপুলের ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে কোনাটের ভুলে ডারউইন নুনেজ বেনফিকার হয়ে এক গোল পরিশোধ করলে লড়াইয়ের আভাস দিতে থাকে স্বাগতিকরা। কিন্তু পুরো ম্যাচে দুর্দান্ত খেলা দিয়াজের গোলেই শেষ পর্যন্ত লিভারপুলের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়।
ম্যাচ শেষে লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন, ‘তারা নিজেদের রক্ষা করার জন্য পুরো চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছুটা ছাড় দিয়েছিলাম। সবাই এ বিষয়ে একমত হবে যে আমাদের আরো গোল পাওয়া উচিত ছিল।’
Rent for add