আরো একবার বিধ্বস্ত লিডস

মাঠের বাইরের বিতর্ক কোনভাবেই চেলসির পারফরমেন্সে প্রভাব ফেলতে পারছেনা। রুশ মালিক রোমান আব্রামোভিচ যুগের অবসান প্রায় নিশ্চিত। ইতোমধ্যে ব্রিটিশ সরকার রুশ এই ধনকুবেরের সমস্ত সম্পতি জব্দ করার ঘোষণা দিয়েছে। কিন্তু এর ঘন্টাখানেক পরে মাঠে নেমেই তলানির দল নরউইচ সিটিকে প্রিমিয়ার লিগে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে থমাস টাচেলের দল।

এদিকে অ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে রেলিগেশন শংকা মাথায় নিয়ে টিকে রয়েছে লিডস ইউনাইটেড। এই পরাজয়ের পরে বিপদজনক এরিয়া থেকে বের হয়ে আসতে অপেক্ষা বাড়লো লিডসের। এটি ছিল নতুন জো জেসি মার্শের অধীনে লিডসের প্রথম হোম ম্যাচ।

এর আগে গত সপ্তাহে মার্সেলো বিয়েসলার স্থলাভিষিক্ত মার্শের অধীনে প্রথম ম্যাচে লিস্টার সিটির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল লিডস। এ নিয়ে টানা ৬টি লিগ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল লিডস। রেলিগেশন জোন থেকে তারা মাত্র দুই পয়েন্ট দুরে রয়েছে।

অন্যদিকে সাউদাম্পটনকে ২-১ গোলে পরাজিত করে রেলিগেশন জোন থেকে রক্ষা পাবার আরো একধাপ কাছে চলে গেছে নিউক্যাসল। উল্ফস ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তলানির দ্বিতীয় দল ওয়াটফোর্ডকে ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent