রাজশাহীতে মূল্যবান পয়েন্ট খোয়ালো আবাহনী

 

সাব্বির হোসেনকে বসিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘের কোচ যখন ইকবাল হোসেনকে মাঠে নামালেন, তখন ম্যাচের বাকি মাত্র ১২ মিনিট। আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লিগের নবাগত দলটি ওই সময় ১-০ গোলে পিছিয়ে।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় তখন ৬ বারের চ্যাম্পিয়নরা। কে জানতেন, ৭৮ মিনিটে মাঠে নামা অখ্যাত ইকবালই ভোজবাজির মতো পাল্টে দেবেন ম্যাচের চিত্র!

মাঠে নামার ২ মিনিটের মধ্যে গোল দিয়ে আবাহনীকে স্তম্ভিত করে দেন স্বাধীনতা ক্রীড়া সংঘের ইকবাল। আবাহনী ১-১ গোলে ড্র করে রাজশাহীতে হারালো মূল্যবান ২ পয়েন্ট।

যে দুই পয়েন্ট হারানোয় তারা আরো পিছিয়ে পড়লো প্রধান প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসের চেয়ে। একই দিনে যারা ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

নাবিব নেওয়াজ জীবনের গোলে ৩৯ মিনিটে এগিয়ে গিয়েছিল আবাহনী। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও তারা পারেনি। উল্টো ৭৮ মিনিটে গোল খেয়ে পয়েন্ট খুইয়ে বসলো স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও আবাহনী ৪ পয়েন্ট পিছিয়ে থাকলো বসুন্ধরা কিংসের চেয়ে। অন্যদিকে আবাহনীর কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ ৫ পয়েন্ট নিয়ে আগের মতো ১১তম অবস্থানেই।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent