প্রিমিয়ার লিগের অধিনায়করা ইউক্রেনের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন

রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে সহমত পোষণ করে ইউক্রেনের জাতীয় পতাকার হলুদ-নীল রঙের আর্মব্যান্ড পড়ে এ সপ্তাহে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের অধিনায়করা। প্রতিটি ক্লাবের খেলোয়াড়, ম্যানেজার, ম্যাচ অফিসিয়াল, ক্লাব স্টাফদের সাথে এ বিষয়ে একাত্মতা প্রকাশ করেছেন সমর্থকরাও। প্রতিটি ম্যাচ শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে হলুদ-নীল ব্যাকড্রপে লেখা থাকবে, ‘‘ফুটবল সকলের সাথে আছে”।

এর আগে রোববার চেলসি বনাম লিভারপুলের মধ্যকার লিগ কাপে ফাইনালেও ইউক্রেনের সমর্থনে দুই দলের দুই অধিনায়ক সিজার আজপিলিকুয়েটা ও জর্ডান হেন্ডারসন হলুদ ও নীল ফুল নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। ওয়েম্বলির ম্যাচটিতে ইউক্রেনের প্রতি সহমর্মীতা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মঙ্গলবার পিটারবোরোর বিপক্ষে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটির অধিনায়কত্ব দেয়া হয় ক্লাবের ইউক্রেনিয়ান ডিফেন্ডার ওলেক্সান্দার জিনচেনকোকে।

প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগ ও আমাদের ক্লাবগুলো রাশিয়ান এই আগ্রাসনের বিপক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করছে এবং এ সপ্তাহে প্রতিটি ম্যাচে ইউক্রেনের জন্য সমর্থন দেখানো হবে। আমরা শান্তির আহবান জানাচ্ছি।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent