ইউক্রেন শিশুদের উয়েফার ১ মিলিয়ন ইউরো সহায়তা

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় দাতব্য তহবিল থেকে ১ মিলিয়ন ইউরো অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ‘ফাউন্ডেশন ফর চিলড্রেন’- উয়েফার দাতব্য এই সংস্থা থেকে অর্থ সাহায্য করা হচ্ছে বলে সভাপতি আলেস্কান্দার সেফেরিন জানিয়েছেন।

রাশিয়ান আগ্রাসনের পর সাগে ৬ লাখেরও অধিক মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী পোল্যান্ড ও রোমানিয়ায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইউএন শরনার্থী এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃবিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান সেফেরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে সাধারণত শিশুরা সবচেয়ে বেশি অসহায় অবস্থার মুখে পড়ে। তাদের নৈতিক অধিকার ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব আমাদের।’

এদিকে মলডোভা ফুটবল এসোসিয়েশনকে জরুরী ত্রাণ সহায়তার জন্য আরো এক লাখ ইউরো প্রদানের ঘোষণা দিয়েছে ফাউন্ডেশনটি। মলডেভা ইতোমধ্যেই ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরনার্থীদের জন্য বেশ কয়েকটি দাতা সংস্থার সাথে কাজ শুরু করেছে। জরুরী ত্রাণের অর্থ ইউক্রেনের হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসার জন্যও ব্যয় করা হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent