বাসস : ২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার, ০:১৮:০৫
জানুয়ারির দল-বদলের ছাপ ইউরোপা লিগে ফেলতে সক্ষম হয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার প্লে অফে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে আসরের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে কাতালান জায়ান্টরা।
এদিকে গ্লাসগোতে আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্কটিশ জায়ান্ট রেঞ্জার্স।
১৭ বছরের মধ্যে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে ব্যর্থ হওয়া বার্সেলোনা গত সপ্তাহে ক্যাম্প নুয়ে ১-১ গোলে ড্র করার পর ইতালিতে খেলতে নেমেছিল। ম্যাচের ১৩ মিনিটের মধ্যেই ২ গোলের লিড নেয় জাভি’র শিষ্যরা। জর্ডি আলবার যোগান থেকে বল পেয়ে লক্ষ্যভেদের মাধ্যমে গোলের খাতা খোলেন এডামা ট্রাওরে। পরে বক্সের কাঁছ থেকে বাঁকানো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি জং।
এরপর অবশ্য পেনাল্টি থেকে নাপোলির হয়ে একটি গোল পরিশোধ করেন লরেঞ্জো ইনসিগনে। তবে কর্নার থেকে আলবার ক্রস থেকে গোল করে বার্সাকে ফের দুই গোলের ব্যবধানে নিয়ে আসেন গেরার্ড পিকে। পিয়েরে-এমেরিক আবামেয়াং বার্সেলোনার পক্ষে ফের গোল করলে নিরাপদ দূরত্বে পৌঁছে যায় দলটি।
এর আগে গত রোববার ভ্যালেন্সিয়া সফরে গিয়ে হ্যাটট্রিক করেছিলেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া এই তারকা। ক্লাবের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে নেমে আবারো দারুণ এক ফিনিশিং টানেন তিনি।
আর্থিক সংকটে পড়ার পরও জানুয়ারির দলবদলে ফেরান টরেস, ট্রাওরে ও আবামেয়াংকে দলভুক্ত করেছে বার্সেলোনা। যার তাৎক্ষনিক প্রতিফলন দেখা গেছে এই ম্যাচে। তবে জাভি মনে করেন হারানো গৌরব ফিরে পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তার দলকে।
তিনি বলেন, ‘আমরা এখনো ইউরোপা লিগ জয়ের ফেভারিট দল হয়ে উঠিনি। এখনো খুব বেশি কিছু করতে পারিনি। আমাদেরকে সহিষ্ণুতার সঙ্গে কাজ অব্যাহত রাখতে হবে।’
শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে নাপোলির হয়ে আরেকটি গোল পরিশোধ করেন মাত্তেও পলিটানো। তবে তখন ম্যাচে ফেরার সুযোগ অনেকটাই শেষ হয়ে গিয়েছির ইতালীয় জায়ান্টদের জন্য। এখন সিরি এ লিগের শিরোপা জয়ের দিকে মনোযোগ দিতে হবে ১৯৯০ সালের পর আর সাফল্য না পাওয়া নাপোলিকে।
এদিকে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে দুই লেগে ৬-৪ গোলে এগিয়ে থেকে টানা দ্বিতীয় বারের মত শেষ ষোল নিশ্চিত করেছে রেঞ্জার্স।
এছাড়া বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে ল্যাৎসিওর সঙ্গে ড্র করেও দুই লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে গেছে পোর্তো, অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে হারিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে গেছে আটালান্টা। অপরদিকে ডায়নামো জাগ্রেবের কাছে ১-০ গোলে হেরেও ৩-২ গোলে এগিয়ে থেকে শেষ ষোল নিশ্চিত করেছে ছয় বারের চ্যাম্পিয়ন সেভিয়া।
Rent for add