বাসস : ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, ২:৫৬:৪৬
প্রিমিয়ার লিগে লিডসকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এর মাধ্যমে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে পার্থক্যটা ৩ পয়েন্টে কমিয়ে এনেছে জার্গেন ক্লপের দল।
এদিকে দিনের আরেক ম্যাচে রেলিগেশনে থাকা বার্ণলির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে টটেনহ্যাম। এই পরাজয়ে স্পার্স বস এন্টোনিও কন্টের ভবিষ্যত নিয়ে শঙ্কা আরো বাড়লো।
লিভারপুল বস ক্লপ বিশ্বাস করেন মৌসুমের বাকি ম্যাচগুলো জয়ের মাধ্যমে সিটির সাথে শিরোপা লড়াইয়ে তার দলও দারুণভাবে এগিয়ে যাবে। লিভারপুলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই বিশ্বাস একেবারে উড়িয়ে দেয়া যায়না। এ্যানফিল্ডে বুধবার সবদিক থেকেই লিডসের উপর পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে রেডরা।
৩০ মিনিটে জোয়েল মাটিপের গোলের আগে ও পরে দুটি স্পট কিক থেকে মোহাম্মদ সালাহ দুই গোল করেন। বিরতির পর সাদিও মানের দুই গোলের সাথে ইনজুরি টাইমে ভার্জিল ফন ডাইকের গোলে লিভারপুলের বড় জয় নিশ্চিত হয়।
এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত ৯টি ম্যাচের সবকটিতেই জয়ী হলো লিভারপুল। বিশেষ করে এই মুহূর্তে সিটির সাথে ব্যবধান কমাতে হলে এই ধরনের উজ্জীবিত জয় খুব জরুরী। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগে লিভারপুলের থেকে ১২ পয়েন্ট এগিয়ে ছিল সিটিজেনরা। কিন্তু কয়েকটি ম্যাচে সিটির হোঁচট খাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে লিভারপুল হোম ও এ্যাওয়ে ম্যাচগুলোতে একের পর এক সাফল্য তুলে নিয়েছে। মৌসুম শেষ হতে উভয় দলের সামনে আর মাত্র ১২টি ম্যাচ বাকি আছে। গত পাঁচ মৌসুমে সিটি চতুর্থ শিরোপা ও লিভারপুল শেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে টার্ফ মুরে বৃষ্টিবিঘ্নিত দিনে টটেনহ্যামের হতাশাজনক পারফরমেন্স সমর্থকরা মোটেই ভালভাবে নেয়নি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাত্র একদিন আগে ৩-২ গোলের দুর্দান্ত এক জয়ে স্পার্সরা যতটা এগিয়ে গিয়েছিল তলানির দল বার্নলির বিপক্ষে পরাজিত হয়ে তার থেকে কয়েকগুণ পিছিয়ে গেছে। ৭১ মিনিটে জোস ব্রাউনহিলের ফ্রি-কিক থেকে বেন মির হেড রুখতে পারেননি হুগো লোরিস। এই পরাজয় সত্বেও টটেনহ্যাম টেবিলের অষ্টম স্থানেই রয়েছে। শীর্ষ চারের অবস্থান থেকে তারা সাত পয়েন্ট পিছিয়ে গেছে। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নও ধীরে ধীরে ফিকে হয়ে আসছে।
Rent for add