আলাভেসকে হারিয়ে হতাশা কাটাল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় আলাভেসকে হারিয়ে পিএসজিতে হারের হতাশা কাটালো রিয়াল মাদ্রিদ। শনিবার অনুষ্ঠিত লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে আলাভেসের বিপক্ষে জয় পেয়েছে। এই জয়ে ৭ পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

শেষ পর্যন্ত এমন একটি ফলাফলে সন্তুস্ট মাদ্রিদ। কারণ বিরতির আগে আলাভেসের রক্ষণকে ভাঙ্গতে ব্যর্থ হয়েছিল টেবিল টপাররা। এতে হতাশ সমর্থকরা শিষ দিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করে।

খেলা শেষে আনচেলোত্তি বলেন, ‘ভক্তদের এমন আচরণের প্রতি আমরাও একমত। প্রথমার্ধের খেলা নিয়ে ড্রেসিংরুমেও কেউ খুশি ছিল না।’

অ্যাসেনসিওর লক্ষ্য ভেদে গোল খড়া দূর করে রিয়াল। করিম বেনজেমার কাট ব্যাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের শেষভাগে রড্রিগোকে ফেলে দেয়ার অভিযোগে প্রাপ্ত পেনাল্টি থেকে রিয়ালের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন বেনজেমা নিজে।

আগের চার ম্যাচে কেবল একটি গোলের দেখা পেয়েছিল রিয়াল মাদ্রিদ। অ্যাসেনসিওর একমাত্র গোলে গ্রানাডার বিপক্ষে জয়লাভ করেছিল তারা। কিন্তু গত সপ্তাহে প্যারিস সফরে গিয়ে স্বাগতিক প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) কাছে ১-০ গোলে পরাজিত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আনচেলোত্তির দল।

আলাভেসের বিপক্ষে ম্যাচের শুরুতে রিয়াল শিবিরে ফের হতাশা নেমে এসেছিল। তবে সাত ম্যাচের মধ্যে ভিনিসিয়াসের প্রথম গোল এবং ইনজুরি থেকে ফেরার পর বেনজেমার গোল পাওয়ায় ফের উজ্জীবিত হয়ে উঠেছে তারা।

আনচেলোত্তি বলেন, ‘এমন একটি জয়ের প্রয়োজন ছিল আমাদের।’ নিজেদের মাঠে খেলতে নেমে আলাভেসের বিপক্ষেও রিয়ালের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। আক্রমণভাগের সবাই কিছুটা ঝিমিয়ে পড়েছিল। তবে বিরতির পর মাঠে নেমেই জ্বলে ওঠে তারা। একের পর আক্রমণে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে তোলে। ম্যাচের ৬৩ মিনিটে মার্কো আসেনসিওর অসাধারণ গোলে এগিয়ে যায় রিয়াল। ৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্বস্তি ফিরে আসে রিয়াল শিবিরে। ইনজুরি টাইমে স্পট কিকে তৃতীয় গোল করেন আগের গোলের যোগানদাতা করিম বেনজেমা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent