নিজস্ব প্রতিবেদক : ১৯ ফেব্রুয়ারি ২০২২, শনিবার, ১৯:৪৬:০৯
উত্তর বারিধারা ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম জয় পেয়েছে। শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বারিধারা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে আরিফ ও ৬৫ মিনিটে সুজন গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর বারিধারা ক্লাব।
৮৮ মিনিটে জাপানি মিডফিল্ডার সোমা ওতানির গোলে হারের ব্যবধান কমিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
প্রথম জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠলো উত্তর বারিধারা ক্লাব। অন্যদিকে মুক্তিযোদ্ধা টানা চাতুর্থ হারে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে একমাত্র দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, যারা ৪ ম্যাচে একটি পয়েন্টও সংগ্রহ করতে পারেনি।
Rent for add