বাসস : ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ১৮:৪৩:০৭
ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে চ্যাম্পিয়ন্স লিগের হেভিওয়েট শেষ ১৬’র ম্যাচের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করেছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)।
পার্ক ডি প্রিন্সেসে ৬২ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়েছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কের্তোয়া।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর রিয়ালও কোন ধরনের ঝুঁকি না নিয়ে ম্যাচটি ড্রয়ের মানসিকতা নিয়েই শেষ করার পরিকল্পনা করেছিল।
কিন্তু স্টপেজ টাইমের শেষ মিনিটে বামদিক থেকে এমবাপ্পে বক্সের ভিতর ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোর্তোয়াকে পরাস্ত করেন। মৌসুমে এটি সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পের ২২তম গোল।
ম্যাচ শেষে এমবাপ্পে ব্রডকাস্টার ক্যানাল প্লাসকে বলেছেন, ‘আমি ঐ সময় বেশ কিছু জায়গা পেয়েছিলাম। এরপর বক্সের ভিতর সামনে দুজনকে দেখতে পাই। বক্সের ভিতর এ্যাটাকারের কাছে বল থাকলে সেখানে তার সুবিধাটাই বেশি থাকে। আমিও সেই সুবিধাটাকেই কাজে লাগিয়েছি। ডিফেন্ডার দুজনও কিছুটা পিছিয়ে ছিল। ঐ মুহূর্তে আমার কি করতে হবে সেই সিদ্ধান্ত দ্রুত নিয়ে কুর্তোয়ার পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠাই। এই জয়ের মাধ্যমে আমরা কিছুটা হলেও এগিয়ে থাকলাম।
কিন্তু ফিরতি লেগ এখনো আছে এবং সেটা তাদের মাঠে। সে কারণেই প্রস্তুতিটাও সেভাবেই নিতে হবে।’
Rent for add