পরাজয়ের হাত থেকে রক্ষা পেল বার্সেলোনা

লা লিগায় রোববার লুক ডি জংয়ের শেষ মুহূর্তের গোলে এস্পানিয়লের সাথে ২-২ গোলে ড্র করে শেষ পর্যন্ত পরাজয়ের হাত থেকে নিজেদের রক্ষা করেছে বার্সেলোনা।

এই ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানটি ধরে রাখলো কাতালান জায়ান্টরা।

এস্পানিয়লের মাঠে ম্যাচের ২ মিনিটেই পেড্রির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। সার্জি ডারডার ৪০ মিনিটে সমতা ফেরান।

৬৪ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে রাউল ডি টমাস এস্পানিয়লকে এগিয়ে দেন। ম্যাচে যখন বার্সেলোনার পরাজয় প্রায় নিশ্চিত ঠিক সেই মুহূর্তে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে অভিজ্ঞ ডাচ তারকা ডি জং দলকে মূল্যবান এক পয়েন্ট উপহার দেন।

যদিও এই ড্রয়ের পরেও টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে বার্সেলোনার পয়েন্টের ব্যবধান এখনো ১৫। গোল ব্যবধানে এ্যাথলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে চতুর্থ স্থানটি ধরে রেখেছে বার্সা।

ম্যাচ শেষে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমরা আজ শতভাগ ভাল খেলতে পারিনি। কিন্তু জয়ের জন্য আজকের পারফরমেন্স যথেষ্ঠ ছিল। ম্যাচের শেষভাগে আমরা খুব বেশী পজিশন হারিয়েছি। তারপরেও শেষ পর্যন্ত এক পয়েন্ট
বাঁচাতে পেরেছি। যদিও এটা এই মুহূর্তে অপ্রতুল। কিন্তু এখনো আমরা চ্যাম্পিয়ন্স লিগের দৌঁড়ে টিকে আছি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent