বাসস : ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ১৮:১২:১৪
ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরাটা স্বস্তির হলোনা গ্যারেথ বেলের। শনিবার লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে ভিয়ারিয়ালের সঙ্গে।
টেবিল টপারদের এই ব্যর্থতা নতুন করে আশার আলো দেখাচ্ছে দ্বিতীয় অবস্থানে থাকা সেভিয়াকে। আগেরদিন শুক্রবার তারা ২-০ গোলে এলচের বিপক্ষে জয়লাভ করেছে। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারানো রিয়াল মাদ্রিদ ট্রফি ফিরে পাবার লক্ষ্যে এগিয়ে চললেও গতকালের ওই ফলাফল তাদেরকে কিছুটা থমকে দিয়েছে। এখন চার পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষস্থানে রয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ রিয়াল দ্বিতীয়ার্ধের শুরুতে ভাল একটি সুযোগ পেয়েছিল। তবে সেটি কাজে লাগাতে পারেনি। সর্বশেষ তিন ম্যাচে একটি মাত্র গোল করেছে মাদ্রিদ জায়ান্টরা।
খেলা শেষে আনচেলোত্তি বলেন, ‘দুর্ভাগ্য ও লক্ষ্যভেদে সামান্য হেরফেরের কারণে আমরা গোল বঞ্চিত হয়েছি। আমরা তিনবার গোলরক্ষকের কাছে পৌঁছেছি। দুটি প্রচেস্টা ক্রসবারে আঘাত করেছে। সুযোগ পেয়ে গোল করতে না পারাটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমরা গোলের দিকে তাকিয়ে আছি। আমাদের মধ্যে কার্যকারিতার ঘাটতি আছে।’
এদিকে এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে পৌঁছে দিয়েছে উনাই এমেরির ভিয়ারিয়ালকে। তারা এখন চ্যাম্পিয়ন্স লিগের স্থান এবং চতুর্থ অবস্থানে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে।
Rent for add