নিজস্ব প্রতিবেদক : ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ২০:৫৮:২১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। নবাগত দলটি প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে আলোড়ন তুলেছিল। সেই স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহামেডান ১-০ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে পয়েন্ট টেবিলে বসলো আবাহনী আর চট্টগ্রাম আবাহনীর পাশে।
মোহামেডানের গোল করেছেন মালির সোলেমানে দিয়াবাতে। তবে এ ম্যাচে তার নামের পাশে গোটা তিনেক গোলও থাকতে পারতো। সহজ কয়েটি মিসের পর তিনিই ৭৭ মিনিটে করেছেন জয়সূচক গোল।
প্রথম ম্যাচে মোহামেডান ড্র করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। দুই ম্যাচে ৪ পয়েন্ট এখনো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা সাদা-কালোদের। আবাহনী, চট্টগ্রাম আবাহনীরও পয়েন্ট ৪ করে।
স্বাধীনতা ক্রীড়া সংঘের দুই ম্যাচে ৩ পয়েন্ট। বসুন্ধরা কিংসকে হারিয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে নবাগত দলটি আছে টেবিলের ৭ নম্বরে।
Rent for add