নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ২০:০৪:০৬
বসুন্ধরা কিংস ও আবাহনী যখন শুরুতেই পথ হারিয়েছে সেখানে সঠিক পথেই চলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে সর্বশেষ আসরের রানার্সআপরা।
মঙ্গলবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেখ জামাল ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
সাবেক চ্যাম্পিয়নদের প্রথম দুই জয়ে বড় অবদান তাদের নাইজেরিয়ান ফরোর্ড ম্যাথু চিনেদুর। উত্তর বারিধারার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয়ে ১ গোল ছিল চিনেদুর। মঙ্গলবার ৩-০ ব্যবধানের জয়ে দুটি গোল করেছেন এই নাইজেরিয়ান। অন্য গোলটি করেছেন গাম্বিয়ান সলোমন কিং কনফার্ম।
টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এককভাবে শীর্ষে শেখ জামাল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী।
Rent for add