করোনা মুক্ত হয়ে পিএসজির অনুশীলনে মেসি

করোনা থেকে মুক্ত হয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। গত বছরের শেষদিকে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। এরপর মঙ্গলবার পূর্ণাঙ্গ অনুশীলন করেন তিনি।

ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায় সতীর্থদের সঙ্গে ওয়ার্মআপ করছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। লিগের শীতকালীন বিরতির সময় নিজ শহর রোজারিওতে বিনোদন ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন মেসি।

গত ৫ জানুয়ারি পিএসজি জানায় কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর প্যারিসে ফিরেছেন মেসি। তবে এখন ফিটনেস ফিরে পেয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকা।

ইতোমধ্যে ক্লাবের হয়ে দুটি লিগ ম্যাচ ও ফ্রেঞ্চ কাপের খেলা মিস করেছেন মেসি। লিগে লিওনের সঙ্গে ১-১ গোলে ড্র এবং শনিবার ব্রেস্টের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে পিএসজি।

যে আবেগ নিয়ে মেসি বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন তার প্রতিফলন এখনো ফুটিয়ে তুলতে পারেননি। পুরণ করতে পারেননি ভক্ত ও তার নতুন নিয়োগ কর্তাদের প্রত্যাশা।

লিগের ১১টি ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি গোল করেছেন মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ৫টি। ইনজুরি এবং পরে কোভিড-১৯ সংক্রমেন আক্রান্ত হওয়ায় ক্লাবের হয়ে ১০ টি ম্যাচে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন আর্জেন্টাইন তারকা।

বৃহস্পতিবার থেকে একক অনুশীলন শুরু করেন মেসি। এরপর ইনস্টিগ্রাম একাউন্টের মাধ্যমে তিনি ভক্তদের জানান, ‘যেমনটা ভেবেছিলাম তার চেয়ে বেশি সময় লেগেছে ছন্দ ফিরে পেতে। আমি অনেকটাই সুস্থতা ফিরে পেয়েছি। এখন মাঠে ফেরার জন্য অপেক্ষা করছি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent